Update
পরীক্ষার খাতা দেখার নোটিশ
23 May 2024
Subject: পরীক্ষার খাতা দেখার নোটিশ

<p>সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। এতদ্বারা আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৫/০৫/২০২৪ খ্রি: রোজ শনিবার সকল অভিভাবকদেরকে ১ম সাময়িক পরীক্ষার খাতা দেখানো হবে । ইনশা-আল্লাহ সময়ঃ সকাল ৮.৩০ মিনিট হইতে বেলা ১১.০০ টা পর্যন্ত ।</p> <p>অতএব, উল্লেখিত সময়ে সকল অভিভাবকদেরকে মাদরাসা প্রাঙ্গনে এসে খাতা দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।&nbsp;</p> <p>বিঃ দ্রঃ নির্দিষ্ট সময়ের আগে ও পরে খাতা দেখানো হবেনা এবং এই সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণ করা হবেনা ।</p>